ছিনতাই করে পালানোর সময় শৈলকুপায় দুই ছিনতাইকারি জনতার হাতে আটক

ঝিনাইদহের শৈলকুপায় ফ্লোক্সি লোড ও বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে মোটর সাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসি হাতে আটক হয়েছে দুই ছিনতাইকারি। রোববার রাত ৮ তার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটককৃত ছিনতাইকারিরা হলো শৈলকুপা উপজেলার চড়িয়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ পিয়াস হোসেন ও হরিণাকুন্ডু উপজেলার শেখপাড়াবিন্নি গ্রামের মৃত নবিছদ্দির ছেলে মোঃ মিল্টন।

ব্যবসায়ী রিপন আলী জানান, রবিবার রাত ৮টার দিকে চড়িয়ারবিল বাজারের তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান অভিধান লাইব্রেরী বন্ধ করে বাসায় ফিরছিলেন। তিনি গোলকনগর গ্রামের বড় বিলের মাঠের ব্রীজ এলাকায় পৌচ্ছালে ছিনতাইকারিরা তার উপর হামলা করে। তাকে পিটিয়ে তার মোটর সাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ও দোকানের চাবি ছিনতাই করে পালানো চেষ্টা করে।

এসময় তার আত্মচিৎকারে এলাকাবাসি ছুটে এসে ছিনতাইকারিদের ধাওয়া করে চড়িয়া গ্রাম থেকে ২ জন আটক করে এবং এক জন পালিয়ে যায়।

শৈলকুপা থানাধীন রামচন্দ্রপুর ক্যাম্পের আইসি এসআই মোঃ রবিউল ইসলাম জানান, এলাকাবাসি উপজেলা চড়িয়া গ্রামে থেকে দুই ছিনতাইকারিকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা রাতেই ছিনতাইকারিদেরকে থানায় প্রেরণ করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি