কুমিল্লা অভিমুখে রোডমার্চে মির্জা ফখরুলের ভোট প্রার্থনা

কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের নেতারা। আজ বুধবার সকাল ১০টায় তারা কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দিতেই তাদের যাত্রা বলে জানা যায়।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী। আর তার নির্বাচনী জনসভায় যোগ দিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন মির্জা ফখরুলসহ ঐক্যফ্রন্টের নেতারা। এসময় পথে বিভিন্ন মোড়ে মোড়ে ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করছেন মির্জা ফখরুলসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতারা।

কুমিল্লা অভিমুখে রোডমার্চে মির্জা ফখরুলের ভোট প্রার্থনা

উল্লেখ্য, এ সময় তারা জনগণের মধ্যে লিফলেটও বিলি করেন।