কালীগঞ্জে দুবৃত্তদের হামলায় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সহ আহত-৯
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক বিএম নাজিম মাহমুদ দুবৃত্তদের হামলায় আহত হয়েছেন। এ সময় ছাত্রদল ও যুবদলের আরো ৮/৯ জন নেতা-কর্মি আহত হয়েছে বলে জানিয়েছেন নাজিম মাহমুদ।
বিএম নাজিম মাহমুদ বলেন, রবিবার বেলা ৪ টার সময় তার নিজ এলাকা উপজেলার রঘুনাথপুর রোস্তুম আলী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে বিএনপির ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মিদের নিয়ে আলোচনা করছিল এ সময় এলাকার ২০/২৫ জনের একদল সন্ত্রাসী আমাদের উপর লাঠি সোটা নিয়ে আর্তকিত হামলা চালায়। হামলায় আমার বাম হাতে তারা আঘাত করে এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে আমাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং আমার সাথে থাকা আহত অন্যান্য নেতা-কর্মিদের যশোরসহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়।
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি