জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ই-ভ্যালি’র যাত্রা শুরু

দেশের মহান ৪৭তম জাতীয় বিজয় দিবসে ঢাকার অভিজাত এক হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ‘ই-ভ্যালি’। দেশের সব খ্যাতনামা ব্যবসায়ী ও কর্মকর্তাগণের উপস্থিতিতে ‘ই-ভ্যালি’র কর্ণধার ও প্রতিষ্ঠানের সি.ই.ও মোহাম্মদ রাসেল গতকাল এর উদ্বোধন করেন।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ই-ভ্যালি’র যাত্রা শুরু

দেশের অন্যতম ডিজিটাল মেগা শপিং প্লাটফর্ম ‘ই-ভ্যালি’। গতকাল ১৬ই ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে এটি। চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় মধ্যম আয়ের দেশের সক্ষমতা অর্জনে বাংলাদেশকে একধাপ এগিয়ে নিতে অনলাইনে ক্রেতা-বিক্রেতাদের যথাযথ চাহিদাকে প্রাধান্য দিতেই এটির প্রতিষ্ঠা করা হয়েছে। সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে, দেশের সকল স্তরের ব্যবসায়ীদের পণ্য সহজ পন্থায় ডিজিটাল বিশ্ববাজারে কেনা-বেচার উপযুক্ত প্রযুক্তি সেবা প্রদানই ‘ই-ভ্যালি’ ডিজিটাল মেগা শপিং মার্কেট প্লেসের উদ্দেশ্য।

দেশের সব খ্যাতনামা ব্যবসায়ী ও কর্মকর্তাগণের উপস্থিতিতে ‘ই-ভ্যালি’র কর্ণধার ও প্রতিষ্ঠানের সি.ই.ও মোহাম্মদ রাসেল ব্যাপক পরিসরে ক্রেতা-বিক্রেতাদের ডিজিটাল কমার্স তথা ই-কমার্স সেক্টরে যাবতীয় সুবিধা প্রদানের একটি উপযুক্ত ডিজিটাল কমার্স প্লাটফর্ম হিসেবে ‘ই-ভ্যালি’র পরিকল্পনা কথা জানান। দেশের সর্বস্তরের পেশার সার্বিক সহযোগিতায় ‘ই-ভ্যালি’কে দেশের সর্ববৃহৎ অনলাইন শপিং প্লাটফর্ম প্রতিষ্ঠা করার কথা তিনি ব্যক্ত করেন।

উপস্থিত সকল শ্রদ্ধেয় অতিথিদের জনাব রাসেল আরও জানান, নাগরিকগণ ‘ই-ভ্যালি’ ডিজিটাল মেগা শপিং প্লাটফর্মে প্রায় ৩ মিলিয়নের অধিক স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, ঝামেলাহীন খুচরা ও পাইকারি ভাবে কেনা-বেচা করতে পারবে। সাথে থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফার। আরও রয়েছে দেশের স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল বিশ্ববাজারে বিনামূল্যে নিবন্ধনের সুযোগ,  আনলিমিটেড প্রোডাক্ট 0% কমিশনে বিক্রয় করতে নিজেদের একটি উপযুক্ত ই-কমার্স প্লাটফর্মের সুযোগ। মহান বিজয়ের ৪৭তম বছর পূর্ণতার দিনে ‘ই-ভ্যালি’র আনুষ্ঠানিক উদ্বোধনে এক হাজার টাকার ১০০% ফ্রি শপিংয়ের সুযোগ রাখা হয়েছিল প্রথম ৫০০ অর্ডার প্রদানকারীর জন্য। ‘ই-ভ্যালি’র এই আনুষ্ঠানিক উদ্বোধনে ফ্যাশন শো এবং নৈশ্য ভোজেরও আয়োজন করা হয়।

বিশ্বায়নের এক্ষণে ‘ই-ভ্যালি’র কর্ণধার ও প্রতিষ্ঠানের সি.ই.ও মোহাম্মদ রাসেল প্রিয় এদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় উন্নত করার লক্ষ্যে ‘ই-ভ্যালি’র ডিজিটাল মেগা শপিং ব্যবসা উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।