গুগল ইমেজে ‘ইডিয়ট’ লিখে খোঁজ করলে আসছে ট্রাম্পের ছবি!

গুগল ইমেজে ‘ইডিয়ট’ লিখে খোঁজ করলে বেশির ভাগ ফলাফলের মধ্যে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। আর এই ঘটনায় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

গুগলে ‌‌‌’ইডিয়ট’ লিখে সার্চ দিলে ইমেজের ফলাফলে পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। আর তাই সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। তাকে বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তবে গুগলের প্রধান নির্বাহী তাদের করা প্রশ্নগুলোর উত্তর বেশ স্বাভাবিক ভাবেই দিচ্ছেন। রিপাবলিকান কমিটির জই লফগ্রেন নামে এক সদস্য পিচাইকে প্রশ্ন করেন, ‘আমি যখন গুগলে ‘‘ইডিয়ট’’ শব্দটি লিখে সার্চ দিই তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সবার সামনে আসে। এমনটি কেন হয়?’ উত্তরে পিচাই বলেন, ‘বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন পেজের ফলাফলের সঙ্গে মিলে যাওয়ায় এমনটি হয়ে থাকে। মূলত মানুষ এই শব্দকে কীভাবে ব্যবহার করে তার ভিত্তিতেই গুগলে ফলাফল আসে।’

গুগল ইমেজে ‘ইডিয়ট’ লিখে খোঁজ করলে আসছে ট্রাম্পের ছবি!

পিচাই আরও বলেন- ‘নির্দিষ্ট এই শব্দটিকে বেশ কিছু ছবিতে ‘মেটা-ট্যাগ’ হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও বেশ কিছু মানুষ ট্রাম্পের ছবি আপলোড করেছেন, ছবিগুলো সেভ করা হয়েছিল ‘‘ইডিয়ট’’ নামে। গুগল কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করে না। আমাদের অনেক সোর্স আছে। আমরা ডান-বাম উভয় পক্ষ থেকেই তথ্য সংগ্রহ করি এবং তার ভিত্তিতেই ফলাফল দেয়া হয়।’

এ বিষয়ে ডেমোক্র্যাট দলের সদস্য টেড লিউ পরামর্শ দেন, যদি আপনি সার্চ রেজাল্টে ইতিবাচক কিছু চান, তাহলে ইতিবাচক কাজ করতে হবে। আপনার নেতিবাচক সার্চ রেজাল্ট পছন্দ না হলে ওই ধরনের কাজ এড়িয়ে চলতে হবে।