শুকিয়ে যাওয়া পদ্মার খালে আটকা পড়েছে মাংসাশী কুমির
প্রতিবারের মতো এবারো পদ্মায় এখন জেগে উঠেছে চর। আর এই শুকিয়ে যাওয়া পদ্মার খালে আটকা পড়েছে কুমির। পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরকোমরপুর গ্রামের শুকিয়ে যাওয়া পদ্মা নদীতে মিঠাপানির কুমিরটি আটকে আছে।
পদ্মার পানি শুকিয়ে যাওয়াতে কোথাও কোথাও বড় খালে পানি জমে আছে। এমনই একটি খালে আটকা পড়েছে একটি মিঠাপানির কুমির। অসংখ্য মানুষ সেই কুমির দেখতে ভিড় করছে। আর কুমিরটি ভেসে উঠলেই ঢিল ছুড়ছে, আঘাত করছে আশেপাশের মানুষ। ফলে একদিকে খাবার সংকট, অন্যদিকে মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে কুমিরটি।
পাঁচ থেকে ছয় ফুট দীর্ঘ কুমিরটি বেশ ক্ষুধার্ত। চারদিকের চেঁচামেচিতে বার বার ভেসে উঠছে আর ডুব দিচ্ছে প্রাণীটি। প্রাণী ও প্রকৃতি বিষয়ের আলোকচিত্রী সুপ্রতাপ জানান, ধারণা করা হচ্ছে এটি মিঠাপানির প্রাপ্তবয়স্ক কুমির। এরা মাংসাশী প্রাণী। পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, কুমিরটি উদ্ধারের জন্য বিভাগীয় বন কর্মকর্তাকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গ্রামবাসীরা কুমিরটিকে নিয়ে বেশ আতঙ্কে আছে বলে জানা যায়।