প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে লড়বেন স্পিকার শিরীন শারমিন!
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে এবার লড়বেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাতেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। আর আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের একটি তালিকায় এই পরিবর্তন প্রকাশিত হয়।
এবারই প্রথম বারের মতো একটি আসনে লড়ছেন শেখ হাসিনা। নিজের আরেকটি আসন তিনি ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ সূত্র বলছে, প্রধানমন্ত্রী এবার একটি আসনে (গোপালগঞ্জ-৩) নির্বাচন করবেন। আর তাঁর ছেড়ে দেওয়া আসনে ভোটের জন্য লড়বেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ প্রকাশিত আওয়ামী লীগের একটি তালিকায় দেখা যায়, রংপুর-৬ আসনে শেখ হাসিনার বদলে সেখানে প্রার্থী হচ্ছেন শিরীন শারমিন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী এবার দুটি আসনে ভোট করার সিদ্ধান্ত নেন। এ দুটি আসন হলো গোপালগঞ্জ-৩, রংপুর-৬। এ দুটি আসনে মনোনয়নপত্র জমাও দেন তিনি। এর মধ্যে রংপুর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শিরীন শারমিনও মনোনয়নপত্র জমা দেন।