নৌকাকে বিজয়ী করতে শৈলকুপায় আ’লীগ নেতার মতবিনিময়

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট চাইলেন অ্যাড, কাজী আজাদুল কবির (কাজী আজাদ)। তিনি বৃহস্পতিবার দুপুরে উমেদপুর গ্রামে তার নিজ পিত্রালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করেন।

মত বিনিময়কালে ঢাকা মহানগর (উত্তর) মিরপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজাদুল কবির তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস চেষ্টা চালাচ্ছেন। উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। আর এ ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে সকলের কাছে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, আমি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল যাকে উপযুক্ত মনে করেছে তাকে মনোনয়ন দিয়েছে। ব্যক্তি নয়, দল বড়। সকল দ্বিধা-দ্বন্দ ভূলে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে।

সেই সাথে নির্বাচন অবধী তিনি শৈলকুপায় অবস্থান করে নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উমেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: আব্দুল লতিফ মল্লিক ও পরিচালনা করেন যুগ্ম সম্পাদক লিয়াকত হোসেন বল্টু।

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি