শ্যামনগরে লির্ডাসের ধান বীজ, সবজি ও দানাদার শস্য বিতরণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার সকালে বেসরকারি সংগঠন লিডার্স এর আয়োজনে মুন্সিগঞ্জ সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট কার্যালয়ে দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় শ্যামনগর উপজেলা ও খুলনা জেলার কয়রা উপজেলায় নির্ধারিত উপকারভোগীদের মাঝে লবনসহনশীল ধান বীজ, বিনা চাষে সবজি ও দানাদার শস্য চাষে উৎসাহিত করার লক্ষ্যে বীজ বিতরন করা হয়।
বীজ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন লিডার্স এর কার্য-নির্বাহী কমিটির সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন। প্রধান অতিথি বক্তব্যে উল্লেখ করেন, কৃষি হচ্ছে বাংলাদেশের প্রধান চালিকা শক্তি এবং একজন কৃষক হচ্ছে সমাজের তথা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি আরও বলেন, লিডার্স সুনামের সাথে এই অঞ্চালে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে কৃষি, খাবার পানি ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ পারভেজ জামাল।
জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর খুব দ্রুত উত্তপ্ত ও পরিবর্তন হচ্ছে, এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এখানে টিকে থাকতে হলে তাই অভিযোজিত কৃষির বিকল্প নাই, সে লক্ষ্যকে সামনে রেখে এবং সরকারের খাদ্য নিরাপত্তা কার্যক্রমকে বেগবান ও বাস্তবায়নে সার্বিক সহযেগিতার অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় লিডার্স অনুষ্ঠানে প্রায় ১৫০ পরিবারের মাঝে ১২০০কেজি লবনসহনশীল ধান ব্রী-৬৭, বিনা-১০ ও বিনা-৮ জাতের ধান বীজ , পাশাপাশি ৮০০ কেজি কার্ডিনাল আলুবীজ, ১১৫ কেজি পেঁয়াজের বীজ, ১৬ কেজি রসুনের বীজ ও ১০ কেজি সরিষার বীজ বিতরন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার জিল্লুর রহমান। অনুষ্টানে সভাপতিত্ব করেন লিডার্স এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অসিত মন্ডল। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মসূচী কর্মকর্তা (কৃষি) কামরুল হাসান, কর্মসূচী কর্মকর্তা মনিটরিং মোঃ তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মনিটরিং অফিসার মোঃ তরিকুল ইসলাম।
রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি