শ্যামনগরে নকশীকাঁথা উদ্ভাবনীতে জাতীয় সম্মাননা পেল নারী সংগঠন
উদ্ভাবনী/বিশেষ কর্মসূচি বাস্তবায়নের জন্য অনন্য অবদানের স্বীকৃত স্বরুপ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কতৃক বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ১৫তম দিবস উপলক্ষ্যে রবিবার সকালে ঢাকা বিএনএফ হল রুমে এক অনুষ্টানে সম্মাননা স্বারক প্রদান করা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বেসরকারী নারী সংগঠন নকশীকাঁথাকে। সম্মাননা স্বারক গ্রহণ করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।
সম্মাননা স্বারক প্রদান করেন অনুষ্টানের প্রধান অতিথি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক যুগ্ম সচিব মোঃ সদর আলী বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এনবিআর চেয়ারম্যান ডঃ মুহাঃ আব্দুল মজিদ। অনুষ্টানে বাংলাদেশের ৬৪ জেলার বিভিন্ন সংগঠনকে চেক ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
জানা যায় নারীর ক্ষমতায়ন,জলবায়ু পরিবর্তনে ফলে নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবনী করায় সাতক্ষীরা জেলার মধ্যে এক মাত্র নকশীকাঁথা সংগঠনকে এ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
উল্লেখ্য নকশীকাঁথা শ্যামনগর উপজেলায় লবনসহনশীল ধান চাষ, সবজীবীজ বিতরণ, বীজ সংরক্ষণ, ভার্মি কম্পোস্ট তৈরী ও বিক্রী, বৃক্ষ রোপণ যা নারীদের মাধ্যমে বিভিন্ন সময়ে বাস্তবায়ন করে আসছে।
রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি