বান্দরবানে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
বান্দরবানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডা: অংসুইপ্রু মারমা, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিল্টন মুহুরী, জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক বিশ্বজিত চাকমা, সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সুয়ালক, বান্দরবানের রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদার, বিভিন্ন সরকারী-বেসরকারী বিভাগের কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা সমাজে অবহেলিত, তাই তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য সবাইকে আরও সচেতন হতে হবে।
এস.কে নাথ, বান্দরবান প্রতিনিধি