ফরিদপুরে সাঁড়াশি অভিযানে আটক জনকে ৩০ করেছে পুলিশ
ফরিদপুরে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬৬ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার (৩ ডিসেম্বর) জেলা পুলিশ দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ ও ডিবি পুলিশ। অভিযানে আটক করা হয় ৩০ জনকে। আটককৃতদের মধ্যে জিআর মামলায় ৪ জন, সিআর মামলায় ৮ জন, মাদক মামলায় ৭ জন, নিয়মিত মামলায় ১০ জন এবং সাজাপ্রাপ্ত হিসাবে ১ জন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে।
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি