দিনাজপুরে ৫৯টির মধ্যে ১১টি মনোনয়নপত্র বাতিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই পর্বে দিনাজপুরের ৬টি আসনের ৫৯টি মনোনয়নপত্রের মধ্যে ৪জন বিএনপি ও ৭জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১টি পত্র বাতিল করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহামুদুল আলম।

আজ সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া ব্রিফিং সেন্টারে সাংবাদিকদের সামনে এ তথ্য দেন রিটার্নিং কর্মকর্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪জন প্রার্থী বীরগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ হানিফ (সম্পদ বিবরনী সম্বলিত সর্বশেষ রিটার্নের কপি নেই), সদরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম (প্রজাতন্ত্রের লাভজনক পদে অধিষ্ঠিত রয়েছেন এবং মনোনয়নপত্র দাখিলের পূর্বে মেয়র পদ থেকে পদত্যাগ করে নাই), কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী (প্রজাতন্ত্রের লাভজনক পদে অধিষ্ঠিত রয়েছেন এবং মনোনয়নপত্র দাখিলের পূর্বে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নাই), দিনাজপুর-৬ আসনের শাহিনুর ইসলাম (বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রেরিত সিআইবি রিপোর্ট ঋণ খেলাপী) ও ৭জন স্বতন্ত্রসহ মোট ১১জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গত ২৮নভেম্বর প্রার্থীরা তাদের রিটার্নিং কর্মকর্তার নিকট বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত তারিখ অনুযায়ী আজ রবিবার যাচাই বাছাই শেষ হয়। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া কোন প্রার্থী সংক্ষুব্ধ হলে আগামী ৩দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিলে শুনারীর পর তাদের মনোনয়নপত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি