কুড়িগ্রামে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের পৌরসভা এলাকার হিরারখামার এলাকার কোটলডাঙ্গা বিলের পাশে কাটা ধানক্ষেত থেকে নবম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৩ ডিসেম্বর) সকালে ওই এলাকার কোটলডাঙ্গা বিলের পাশে কাটা ধানক্ষেতে মরদেহ দেখতে পায়।
স্থানীয়রা মরদেহটি সনাক্ত করতে পেরেছেন। তারা জানান, পার্শ্ববর্তী এলাকার ফজলুর রহমানের ছেলে মোখলেছুর রহমানের মরদেহ এটি। সে বল্লভপুর দারুল উলুম দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা আরো জানান, মোখলেছুরের বয়স যখন এক বছর তখন তার পিতা ফজলুর রহমান নিরুদ্দেশ হলে সে তার নানা পৌর এলাকার হিরারখামার গ্রামের মৃত কছিম উদ্দিনের বাড়িতে থাকত। পড়ালেখার পাশাপাশি ট্রলিতে মালমাল ওঠানামার কাজ করত সে। মা ঢাকায় কাজ করে।
পুলিশ জানায়, মরদেহের জিহ্বা কাটা ও শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল। একটু দূরে ফাঁকা জায়গায় ছেঁড়া লুডু পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে খেলা নিয়ে ঘটনার সূত্রপাত ও হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি