সাদেক হোসেন খোকার ছেলে-মেয়ের আগাম জামিনের আবেদন নামঞ্জুর

আগামী ৪ সপ্তাহের মধ্যে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও মেয়েকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্পদের তথ্য-বিবরণী দাখিল না করার মামলায় তাদের দু’জনের আগাম জামিনের আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সম্পদের তথ্য-বিবরণী চেয়ে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন ও সারিকা সাদেককে আলাদা নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। কিন্তু তারা তা না দেওয়ায় ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট রমনা থানায় দুটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম। দুদক সম্প্রতি অভিযোগপত্র অনুমোদন দেওয়ায় ইশরাক ও সারিকা আগাম জামিনের আবেদন জানান। কিন্তু তা নামঞ্জুর করেছেন হাইকোর্ট। অবশ্য আদালত বলেছে, আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করলে আইন অনুযায়ী নিম্ন আদালত বিষয়টি বিবেচনা করতে পারবে।

প্রসঙ্গত, ইশরাক হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।