বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। গতকাল বুধবার রাতেই একথা জানান রাখি নিজেই। এমনকি নিজের বিয়ের কার্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।
বলিউডে এখন বিয়ের মৌসুম চলছে। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হলো এখনো মাস শেষ হয়নি। এরই মধ্যে গণেশ পূজার দিয়ে আজ থেকে আগামী তিন দিন প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের বিয়ের অনুষ্ঠান। এরপর কপিল শর্মার বিয়ের ধুম। আর এই বিয়ের দৌড়ে পিছিয়ে নেই রাখি সাওয়ান্ত। জানালেন আগামী ৩১ ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি।
পাত্র দীপক কালাল। রাখির হবু বর ইউটিউবের শিল্পী। তিনি নিজেকে ‘সুপার স্টার অফ কাশ্মীর’ বলে দাবি করেন। এছাড়া দীপক ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ রিয়েলিটি শো-র প্রতিযোগী। নিজের বিয়ের কার্ড ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাখি। সেখানে তিনি লিখেছেন, তাঁর বিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসে।
প্রসঙ্গত, ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ রিয়েলিটি শোতেই দীপক রাখিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।