বরগুনার দু’টি আসনে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল ১০ টা থেকে বরগুনার দু’টি আসনে ১৯ জনে মনোনয়নপত্র দাখিল করেছেন । এর মধ্যে বরগুনা-১ আসনে ১১ জন এবং বরগুনা-২ আসনে ১০ জন। বরগুনা-০১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর।
বিএনপি থেকে জেলা বিএনপি সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা এবং সাবেক এমপি মতিয়ার রহমান তালুকদার। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ অলি উল্লাহ, বিএনএফ থেকে মোঃ খলিলুর রহমান খান, তরিকত ফেডারেশন শাহ মোঃ আবুল কালাম, ইসলামী ঐক্যজোট ওয়ালী উল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে মোঃ মাসুদ কামাল, ইসলামী ঐক্যজোট থেকে মোঃ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাজমুল হুদা।
অন্যদিকে বরগুনা ০২ আসনে আওয়ামী লীগ থেকে শওকত হাচানুর রহমান রিমন, বিএনপি থেকে কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং সাবেক এমপি মোঃ নূরুল ইসলাম মনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু, জাতীয় পার্টি থেকে মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফোরাম (বিএনএফ) থেকে মোঃ জাকির হোসেন হাওলাদার, প্রগতিশীল গণতান্ত্রিক দল থেকে মোঃ সালাহউদ্দিন, ইসলামী ঐক্যজোট থেকে মোঃ বশির উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে মোঃ মিজানুর রহমান,স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম পান্না।
মোঃ মেহেদী হাসান, বরগুনা প্রতিনিধি