উলিপুরে নিরাপদ সড়ক কর্মসূচির উদ্বুদ্ধকরন বিষয়ক প্রশিক্ষণ ও র্যালী
কুড়িগ্রামের উলিপুরে পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর আওতায় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী এবং ঞঙঞ গ্রুপের সদস্যদের নিরাপদ সড়ক কর্মসূচির উদ্বুদ্ধকরন/শিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) সকালে উলিপুর পৌরসভার সভাকক্ষে মেয়র তারিক আবুল আলার সভাপতিত্বে নিরাপদ সড়ক কর্মসূচির উদ্বুদ্ধকরন বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করেন আঞ্চলিক উপ-প্রকল্প পরিচালক নবিদেপ, এলজিইডি রংপুর অঞ্চলের হক মাহামুদ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, প্যানেল মেয়র রশিদা বেগম লতা, কাউন্সিলর আনিছুর রহমান, জমিদার রায়, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ। প্রশিক্ষণ উদ্বোধনের পর একটি র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি