কারাবন্দী খালেদার বিকল্প প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া-৬ আসনে বিকল্প প্রার্থীতার এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে থাকবেনদলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বগুড়া-৬ আসনে লড়ার জন্য রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলছে। এর আগে এ আসন থেকে খালেদা জিয়া টানা তিনবার (৯৬, ২০০১ এবং ২০০৮) এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারও তার নামে দলীয় মনোনয়ন কেনা হয়েছিল এই আসনসহ ফেনী-১ ও বগুড়া-৭ আসনে। বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

কিন্তু ২ বছরের বেশি দণ্ডপ্রাপ্ত কারো পক্ষে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে গতকাল আদেশ দেন উচ্চ আদালত। এরপর খালেদা জিয়ার বদলে অন্যদেরকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিএনপি। সে অনুযায়ী মির্জা ফখরুল বগুড়া-৬ আসনে এবং দলের সিনিয়র নেতা আব্দুল আউয়াল মিন্টু ফেনী-১ আসনে নির্বাচন করবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজই মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।