নির্বাচন করবেন না ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন!

আজ মঙ্গলবার সকালে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বাসায় বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বৈঠক শেষে মির্জা ফখরুল জানান অসুস্থতার কারণে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন নির্বাচন করবেন না।

জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ড. কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে জানান অসুস্থতার কারণে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন নির্বাচন করবেন না। সেই সঙ্গে জোটগত ভাবে নয়, আপাতত দলীয় ভাবে মনোনয়ন জমা দেবেন ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের প্রার্থীরা। পরে আলোচনা সাপেক্ষে জোটের প্রার্থী চূড়ান্ত করে বাকিদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন ফখরুল। এছাড়া আসন বণ্টন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বৈঠক শেষে গণফোরাম নেতা মোস্তফা মোহসিন মন্টু বলেন, জোটের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে। ইশতেহারে দলগুলোর যাতে সামঞ্জস্য থাকে সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, ইভিএম নিয়ে এত কথা বলার পরেও কমিশন বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি রাখেনি, এটা দুঃখজনক।

এছাড়াও তারা জানান, কমিশনের একজনের আত্মীয় নির্বাচন করছে, যা সন্দেহের উদ্রেক করছে।