দেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুণরুদ্ধার করতে হবেঃ শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ রিংকু বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জালিম সরকারের অবৈধ কারাগার থেকে মুক্ত করতে হবে এবং দেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুণরুদ্ধার করতে হবে।

তিনি বলেন, বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মী ও সমর্থক এবং সকল ওবায়েদ ভক্তদের প্রতিটি ভোট কেন্দ্রে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে যাতে ভোট কেন্দ্রে কোন কারচুপি করতে না পারে। তিনি শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী খাঁন বুলুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিবুর রহমান হাফিজ, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আশরাফ হোসেন মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নজরুল, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ. সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী, যুবদল নেতা আলিমুজ্জামান সেলু, হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান,এ্যাডঃ আজিজুর রহমান লিটন, ইশারত মুন্সী, ইকবাল হোসেন, কৃষক দল নেতা বিল্লাল হোসেন মোল্লা, ওলামা দল নেতা মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা রবিউল ইসলাম বাবু, জাহাঙ্গীর হোসেন ইয়াদ প্রমুখ।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি