টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উইং কমান্ডার আরিফের মৃত্যু
টাঙ্গাইলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট উইং কমান্ডার আরিফের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় মধুপুরে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ঢাকার বঙ্গবন্ধু বিমানঘাঁটি থেকে এফ-৭ জঙ্গি বিমানটি উড্ডয়ন করে। বিকেল ৩টার দিকে বিমানটি টাঙ্গাইল এলাকায় বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু মারা যান। রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি রাশিয়ার তৈরি বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে মহড়া ছিল। কিন্তু শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানের এফ ৭ পিজি বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ ও মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।