মেহজাবীনের ফেসবুক আইডি থেকে আর্থিক সাহায্যের আবেদন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ফেসবুক আইডি থেকে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। তবে এসব তার নামে খোলা ভুয়া আইডি বলে অভিযোগ করেছেন মেহজাবীন। আর এসব প্রতারক থেকে সাবধান থাকার অনুরোধও জানিয়েছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মেহজাবীন চৌধুরী। তাতে তিনি লিখেছেন- ‘ দয়া করে এই আইডিগুলো থেকে সাবধানে থাকবেন। এই আইডি ইউজাররা আমার নামে নকল/ফেইক আইডি খুলে টাকা ও আর্থিক সাহায্য চাইছে, এদের থেকে সাবধান হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এমন ম্যাসেজ পেলে আমাকে জানাবেন কিংবা রিপোর্ট করবেন। ‘ এই স্ট্যাটাসের সাথে তিনি ভুয়া আইডির একাধিক স্ক্রিনশটও প্রকাশ করেছেন। মেহজাবীন বলেন- সবাইকে বলছি আমার একটি নিজস্ব ফেসবুক আইডি আছে, যেটি ফেসবুক কর্তৃপক্ষ থেকে ভেরিফায়েড। ওই আইডির ফলোয়ার্স পাঁচ লাখ ৫০ হাজারের বেশি। এ ছাড়া একটি ফ্যান পেজ রয়েছে, সেখানে তিন লাখ ৮৫ হাজারের মতো। শুধু এ দুটি আমি নিয়ন্ত্রণ করি। এ ছাড়া ফেসবুকে বাকি যত আইডি রয়েছে, সবই ভুয়া। ওই সব ভুয়া আইডি ও পেজের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আশা করব, আমার ভক্তরা যেন বিভ্রান্ত না হন।

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরীর নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডির ফলোয়ার্স পাঁচ লাখ ৫০ হাজারের বেশি এবং তিন লাখ ৮৫ হাজারের মতো ফ্যান রয়েছে।