বিবিসির সেরা শত নারীর তালিকায় বাংলাদেশের সীমা সরকার
বিবিসির করা সেরা শত নারীর তালিকায় এবার রয়েছেন বাংলাদেশের সীমা সরকার, যিনি তার ১৮ বছর বয়সী নিষ্ক্রিয় সন্তানকে কোলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে নিয়ে গিয়েছিলেন।
প্রতি বছর সারা বিশ্বের বিজ্ঞান, রাজনীতি, বিনোদন, সাংবাদিকতাসহ বিভিন্ন অঙ্গনের ১০০ জন অনুপ্রেরণাদায়ক নারীর তালিকা প্রকাশ করে বিবিসি। আর আজ ১৯ নভেম্বর, সোমবার সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে ২০১৮ সালের ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। বিবিসির ওই তালিকার ৮১ নম্বর সিরিয়ালে দেখা যায় বাংলাদেশি নারী সীমা সরকারকে। প্রতিবেদনে সীমা সরকার সম্পর্কে লেখা হয়েছে, ‘সীমা সরকার বাংলাদেশের ৪৪ বছরের একজন মা। সীমা তার ১৮ বছরের নিষ্ক্রিয় সন্তানকে কোলে করে পরীক্ষায় অংশগ্রহণ করাতে নিয়ে এসেছে এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।’
বাংলাদেশের নেত্রকোনার নারী সীমা সরকারের ছেলে হৃদয় সরকারের নিজের পায়ে চলার শক্তি নেই। জন্ম থেকেই অজানা রোগে হাঁটার ক্ষমতা হারান হৃদয় সরকার। মা সীমা সরকার ছেলেকে হুইল চেয়ার কিনে দেননি। ছেলেকে বলেছিলেন, তার যতদিন শক্তি আছে, ততদিন সবখানে তাকে কোলে করেই নিয়ে যাবেন। তাই গত ২১ সেপ্টেম্বর, শুক্রবার হৃদয় মায়ের কোলে চড়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্ভুক্ত ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন। তার গর্ভধারিণী মা কোলে করে যখন পরীক্ষার হলে নিয়ে গেলো, পৃথিবীর অসাধারণ মাতৃত্বের ছবিটি অনেকেই মোবাইলে ধারণ করেছে। আর মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসার ঘটনাটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।
প্রসঙ্গত, ২০১৮ সালের বিবিসির ১০০ নারী তালিকার প্রথম নামটি হচ্ছে, নাইজেরিয়ার নারী আবসোয়ে আজায়ি-আকিনফোলারিন। তিনি একজন সামাজিক উদ্যোক্তা। এরপরের অবস্থানে রয়েছেন, বাহরাইনের একটি অলাভজনক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইসরা আল শাফেয়ী। তালিকায় রয়েছেন রাশিয়ার ১৮ বছর বয়সী মডেল আলেকসিভা। রয়েছেন সোমালিল্যান্ডের ৩৫ বছর বয়স্ক লেখিকা নিমকো আলি। এ ছাড়া কিউবার পরিচালক এবং নৃত্যশিল্পী লিজ্ট আলফনসো।