পাকিস্তানকে আর কোনো অর্থ সহায়তা দেবে না ট্রাম্প

পাকিস্তানকে আর কোনো অর্থ সহায়তা দেবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এ বিষয়ে নিজের অবস্থান সমর্থন করে মন্তব্য করেন তিনি। পাকিস্তানকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার বিষয়ে নিজ প্রশাসনের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য কানাকড়ি কাজও করেনি পাকিস্তান। উল্টো দেশটির সরকার আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে এমন এক স্থানে লুকিয়ে থাকতে সহায়তা করে, যার কাছেই ছিল সামরিক স্থাপনা। ট্রাম্পের যুক্তি, পাকিস্তানকে শত শত কোটি ডলার সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। আর সেই পাকিস্তানই কিনা যুক্তরাষ্ট্রের শত্রু লাদেনকে নিরাপদে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল। ট্রাম্প বলেন, ‘আমরা পাকিস্তানকে আর কোনো অর্থ দেব না। আমি এই সহায়তা বন্ধ করে দিয়েছি, কারণ তারা (পাকিস্তান) আমাদের জন্য কিচ্ছু করেনি। তারা কানাকড়িও করেনি।’

অ্যাবোটাবাদের বাড়িটির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন- ‘ভেবে দেখুন, লাদেন পাকিস্তানে সুন্দর ভাবে চমৎকার বাড়িতে বাস করে আসছিলেন। সামরিক একাডেমির কাছেই তিনি থাকতেন। আর পাকিস্তানের সবাই তা জানত।’

প্রসঙ্গত, পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে লাদেন লুকিয়ে বসবাস করে আসছিলেন। ২০১১ সালে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে লাদেন নিহত হন। অ্যাবোটাবাদের বাড়িটির কাছেই ছিল পাকিস্তানের সামরিক একাডেমি। পরে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।