গুলশান লেকে ওয়াটার ট্যাক্সি চলাচল নিষিদ্ধ

আজ সোমবার হাইকোর্ট রাজধানীর হাতিরঝিলের গুলশান লেকে ওয়াটার ট্যাক্সি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন। এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

হাতিরঝিলের গুলশান লেকের ওয়াটার ট্যাক্সি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বর মাসে এই রুটে ওয়াটার ট্যাক্সি চলাচল শুরু হয়। এই ওয়াটার ট্যাক্সিতে রাজধানীবাসী বাড্ডা, গুলশান, রামপুরা, খিলগাঁওসহ নগরীর পূর্বাংশের মানুষ কারওয়ানবাজার, মগবাজার, দিলু রোড, ইস্কাটন, বাংলামোটর ও তেজগাঁও এলাকায় যাতায়াত করেন। তাছাড়া ওয়াটার ট্যাক্সি চালু হওয়ায় এ রুট ব্যবহারকারী লোকজনের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর তাই হাইকোর্টের এমন আদেশে অনেকেই অসন্তুষ্ট হয়েছেন। তবে হাইকোর্টের আদেশের ফলে হাতিরঝিলের গুলশান লেকে ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ থাকলেও রামপুরা-এফডিসি রুটে কোনো বাধা নেই বলেও জানা গেছে।

উল্লেখ্য, ওয়াটার ট্যাক্সি চলাচল ফলে যানজটে নাকাল নগরবাসী এই রুটে চলাচলে স্বস্তি পান। এর মাধ্যমে হাতিরঝিলে বিনোদনের নতুন মাত্রাও যোগ হয়েছিল।