এই মুহূর্তে তারেক বিষয়ে ইসির কোনো করণীয় নেইঃ ইসি সচিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ আমলে নিয়ে আজ ১৯ নভেম্বর, সোমবার সভায় বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসি জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে কিছু করার নেই নির্বাচন কমিশনের।
আজ ইসির সভা শেষে হেলালুদ্দীন আহমদ বলেন- ‘আওয়ামী লীগ গতকাল (রবিবার) যে অভিযোগ দিয়ে গেছে, তা নিয়ে নির্বাচন কমিশনের সভায় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। দেখা যাচ্ছে, উনি (তারেক) অনলাইনে সাক্ষাৎকার গ্রহণ করেছেন। আচরণ-বিধিমালা অনুযায়ী, উনি যেহেতু দেশে নাই, তাই উনার ক্ষেত্রে আচরণ বিধি প্রযোজ্য হবে না বলে প্রতীয়মান হয়েছে। কিন্তু হাইকোর্টের যেহেতু নির্দেশনা রয়েছে, তা পালন করা সকলের জন্য বাধ্যতামূলক।’ নির্বাচন কমিশনের কী করণীয়–এমন প্রশ্নে ইসি সচিব বলেন- ‘আসলে এই মুহূর্তে তারেক রহমানের বিষয়ে ইসির কোনো করণীয় নেই।’
প্রসঙ্গত, গতকাল রবিবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। এই সাক্ষাৎকারে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তারেক রহমান। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইসির কাছে বিকেলেই চিঠি দেয় আওয়ামী লীগ। দলটির অভিযোগ, তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করছে, এটা আদালত অবমাননার শামিল।