আমার একটা নতুন নাম হলো, দিদাঃ মমতাজ
জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর দাদি হওয়ার খবর জানিয়েছেন। দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তার ছেলে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ান কন্যা সন্তানের জন্ম দেন।
সংগীতশিল্পী মমতাজ ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন- ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।’ আর তাঁর ছেলে মেহেদী খান লিখেছেন, ‘আমি চমৎকার একটি মেয়ের বাবা হয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’ মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের অস্ত্রোপচার করেছেন অধ্যাপক কর্নেল (অব.) খালেদা খানম। এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, চৈতি দেওয়ান এবং তাঁর সন্তান এখন সুস্থ আছেন।
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। আর তাই নাতনির মুখ দেখেই মমতাজ তাঁর নির্বাচনী এলাকা মানিকগঞ্জে ছুটে যান। সবাইকে নাতনি হওয়ার খুশির খবর দিয়ে তিনি যোগ দেন কর্মিসভায়।
প্রসঙ্গত, মমতাজের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে সম্পন্ন হয় ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি।