আইসিইউতে আছেন নির্মাতা আমজাদ হোসেন
গতকাল ১৮ নভেম্বর দুপুরে স্ট্রোকে আক্রান্ত হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আমজাদ হোসেন। এরপর তাকে রাজধানী তেজগাঁওয়ের একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না বলে জানান ডাক্তার।
নির্মাতা আমজাদ হোসেনকে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক জানা যায়। তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আমজাদ হোসেনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন। কর্তব্যরত চিকিৎসক জানান- ‘আমজাদ হোসেন লাইফ সাপোর্টে আছেন। তিনি ঘুমের মধ্যেই স্ট্রোক করে খাট থেকে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর। লাইফ সাপোর্টের মধ্যস্তরে আছেন তিনি। বড় আকারে স্ট্রোকের কারণে তিনি ঝুঁকির মধ্যেও আছেন। এরপর উনার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হতে পারে। ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না।’
উল্লেখ্য, চলতি বছরই থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। সে সময় তার ক্ষুদ্রান্তে দুটি সফল অস্ত্রোপচার হয়েছিল।