রোকসানা ঐশী ও সাজু খান অভিনীত ‘খরা ও নারী’র শুভ মহরত

মিডিয়া জগতে তরুণ দুটি উজ্জ্বল নক্ষত্র রোকসানা ঐশী ও সাজু খান। প্রথমবারের মতো তাদের একসাথে দেখা যাবে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে। এফ.আর.কে প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত হচ্ছে রোকসানা ঐশী ও সাজু খান অভিনীত মংগা জনগোষ্ঠী নিয়ে খরা ও দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খরা ও নারী’।

ছবিটির পরিচালনায় রয়েছেন আবুল খায়ের রফিক ও শেখ রহিম। নাসির আবরার জেনস নিবেদিত এবং ওমর ফারুক প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খরা ও নারী’ এর শুভমহরত অনুষ্ঠিত হয়েছে গত ১৭ নভেম্বর শনিবার বিকাল ৫ ঘটিকায় ঝিগাতলা, ৭ মসজিদ রোড, প্লাটিনাম ক্লাব এর ৪র্থ তলায়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব, শিল্পী, কলাকুশলী, শুভানুধ্যায়ী সহ আরও অনেক সৃজনশীল ব্যক্তিবর্গ।

ছবিটি নিয়ে অনেক আশা ব্যক্ত করেছেন ছবিটির কলাকুশলীরা। বাণিজ্যিক ভাবেও এর সাফলতা কামনা করছে সবাই।

ছবিটি নিয়ে রোকসানা ঐশীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেক আশাবাদী ছবিটি নিয়ে। সম্পূর্ণ সামাজিক ভাবেই নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। আশা করি দর্শকদের অনেক ভাল লাগবে। আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করছি যেনও ছবিটি সফল ভাবে সম্পন্ন করতে পারি, এবং ভবিষ্যতে আরও ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারি।

ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন সানজিদা, রাজন, নোমান রহমান, ভানু, আশা মনি, শাকিল, শাওন, তমা, সুরুজ বাঙালী, লাবণ্য, অনি, শিপরা সহ আরো অনেকে।