জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেইঃ সিইসি

আজ মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই। ৩০ ডিসেম্বরেই সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে তিনি জানান।

প্রথমবার জাতীয় নির্বাচনের জন্য ২৩ ডিসেম্বর তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে সোমবার দুপুরে তা পরিবর্তন করে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। আর এসম্পর্কে তিনি বলেন- “৩০ ডিসেম্বরের পর জাতীয় নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই।”

প্রসঙ্গত, মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরে জানানো হবে বলে জানিয়েছে ইসি।