বিএনপির মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়ক হেলাল খান ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন

সোমবার (১২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাত থেকে মনোনয়ন সংগ্রহ করেন চিত্রনায়ক হোসেন খান হেলাল ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন। জাসসের পক্ষ সিলেট বিরানীবাজার-৬ আসনের মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়ক হোসেন খান হেলাল। এবং নীলফামারী -৪ আসনের মনোনয়ন কিনলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

হোসেন হেলাল আহমেদ বলেন, আমি সিলেটের ছেলে, বিরানীবাজার সিলেট-৬ আসন থেকে আমি নির্বাচন করবো। এবং এই নির্বাচন হবে অধিকার আদায়ের নির্বাচন, গণতন্ত্রের ফিরে পাবার নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির নির্বাচন, তারেক রহমান উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের নির্বাচন। আমরা প্রত্যাশা করছি দেশের জনগণ ধানের শীষে ভোট দিতে অধির আগ্রহে বসে আছে। ইনশাল্লাহ আমরা জয় যুক্ত হবো, বাংলাদের সুশাসন ফিরে পাবে এবং বিএনপির চেয়ারপার্সন খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবে।

কণ্ঠ শিল্পী বেবী নাজনীন বলেন, গণতন্ত্র পূর্নরুদ্ধারের জন্য আমাদের এই নির্বাচনে যাওয়া। আমরা আশা করছি নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে আসবেন।