বান্দরবানে নৌকার মাঝি হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন

বান্দরবানে ৩০০নং সংসদীয় আসনে প্রার্থী হতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন। ঢাকা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এরা হলেন- বর্তমান সংসদ সদস্য ও পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের বহিস্কৃত সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, বহিস্কৃত সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক লক্ষী পদ দাশ.থানছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংথোয়াই ম্যা (রনি), লামা উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক থোয়াইনু মং র্মামা। বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক লক্ষী পদ দাশ।

শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে বর্তমান সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী। শনিবার দুপুরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রসন্ন কান্তি তংচংগ্যা’র পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন কাজী মোঃ মজিবর রহমান তার সাথে ছিলেন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশীষ তংচংগ্যা, একই সময় কাজী মজিবর রহমানের মনোনয়ন ফরম ক্রয় করেন পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি শাহ জালাল এবং থোয়াই নু মং মার্মা নিজেই মনোনয়ন ফরম ক্রয় করেন। রবিবার বিকালে আওয়ামীলীগের পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক লক্ষী পদ দাশ, থানছি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংথোয়াই ম্র্যা (রনি)।

এদিকে দলীয় নেতাদের মনোনয়ন ফরম ক্রয়ের বিষয়ে জানতে চাওয়া হলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, দলীয় মনোনীত প্রার্থী বীর বাহাদুর। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কৌশলগত কিছু কারণে দলের অন্যান্য নেতারাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং এ বিষয়ে দল অবগত আছে।

এস.কে নাথ, বান্দরবান প্রতিনিধি