শেখ হাসিনার পক্ষে মনোনয়ন কিনেছেন চীফ হুইপ আ.স.ম. ফিরোজ

আ’লীগের মনোনয়ন ফরম- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি শুরু। শেখ হাসিনার পক্ষে মনোনয়ন কিনেছেন বাউফল থেকে ৬ বার নির্বাচিত এমপি বর্তমান জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম. ফিরোজ।

শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন বিক্রি শুরু হয়েছে।

এর আগে দলটির সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আট বিভাগের প্রার্থীদের জন্যে আটটি বুথ খোলা হয়েছে যা থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

১৯৭৯ সালে বাউফলে সর্বকণিষ্ঠ এমপি হিসেবে আ.স.ম. ফিরোজ নির্বাচিত হন। সেই থেকেই বাউফলের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করে দলে ভীত মজবুত করেন। তারই ফলশ্রুতিতে ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালে আ.স.ম. ফিরোজ এমপি নির্বাচিত হয়েছেন। ছয়বার এমপি নির্বাচিত হয়ে প্রজ্ঞাবান রাজনীতিবিদ আ.স.ম. ফিরোজ তৃণমূল পর্য়ায়ে দলকে আরো শক্তিশালী করেছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত ছয়জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম. ফিরোজ, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা জোবায়দুল হক রাসেল। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদুল হাসান সুপ্ত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাখন চন্দ্র গাইন।