তফসিল নিয়ে বিএনপির অভিযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। বিএনপির মতে এই তফসিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এটি সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সরকারের ইচ্ছায় একতরফা ভাবে নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেছে। এটা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিইসির ভাষণের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

অপরদিকে সিইসির এই তফসিল ঘোষণার পর একে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে জনগণের সকল বিভ্রান্তি দূর হয়েছে বলেও মনে করে আওয়ামী লীগ।