সংলাপে প্রধানমন্ত্রীর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষ জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, সংলাপে আলোচনা ভালো হয়েছে। সংলাপে প্রধানমন্ত্রীর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ১০: ৪০ এর দিকে সংলাপ শেষ হয়েছে। এরপর গণভবন থেকে বের হন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের এ নেতা বলেন, আলোচনায় অগ্রগতি আছে। সবাই ভালো বলেছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, আলোচনা সুন্দর হয়েছে। তবে সংলাপের সফলতা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বহুল আলোচিত এ সংলাপ শুরু হয়। সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ২০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ড. কামাল হোসেন। আর ১৪ দলের পক্ষে ২৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।