শ্যামনগরে অনুর্ধ্ব ১৬ ভাব বাংলাদেশ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

শুক্রবার বিকালে সাতক্ষীরার শ্যামনগরন উপজেলায় ভাব বাংলাদেশ ও শ্যামনগর ফুটবল একাডেমির আয়োজনে নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার মান উন্নয়ন ও প্রতিভাবান ক্ষুদে ফুটবলার অন্বেষণে ধারা অব্যাহত রাখতে অনুর্ধ্ব ১৬ ভাব বাংলাদেশ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্ণামেন্টের উদ্বোধন করেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও পিপি এ্যাড.জহুরুল হায়দার বাবু। উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খাঁন, চিংড়ীখালী হাই স্কুলের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস জোবেদা সোহরাব হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক রনজিৎ বর্মন।

অনুষ্ঠানে ভাব ভুক্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ফুটবল একাডেমির কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্য দেন শিক্ষক গেীর পদ বিশ্বাস। ১ম দিনের খেলায় শ্যামনগর জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয় বনাম চিংড়ীখালী মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে। অপর খেলায় ত্রিপাণি বিদ্যাপীঠ মুন্সিগঞ্জ বনাম শ্যামনগর ফুটবল একাডেমির মধ্যে ফুটবল একাডেমি ২-০ গোলে জয়লাভ করে।

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি