ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ফরিদপুরের সালথায় পূজামন্ডপের লাইন সরবারাহ করতে গিয়ে রুমোন (১৩) নামের এক কিশোরের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রুমোন জগন্নাথদী গ্রামের রফিক মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় জগন্নাথদী কৃষ্ণ চন্দ্র সাহার বাড়ীর সার্বজনীন দূর্গা পূজা মন্দির থেকে পূজা খোলার অস্থায়ী টং দোকানে বিদ্যুতের লাইন সরবারাহ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হলে পাঁশে থাকা লোকজন দেখতে পেয়ে বাঁশ দিয়ে শরীরে আঘাত করে ছাড়িয়ে নেয়। পরে পার্শ্ববতী উপজেলা মকসেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি