পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করলো জাবি ছাত্রলীগ
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অন্তত ৬০ জন পথশিশুর মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এসব পথশিশুর মাঝে খাবার, খাতা, পেন্সিল, রাবার ইত্যাদি বিতরণ করা হয়।
এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ন্যাক্কারজনক হত্যাকান্ডের সময় বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের পাশাপাশি ছোট্ট শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়। আমরা সেই ঘাতকদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি জানাচ্ছি।
এ সময় অন্যান্যের মধ্যে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ এইচ মর্তুজা রিফাত, নাহিদ হোসেন, ইমরান হোসাইন, মাহবুবুর রহমান নীল, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান, মো. আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রুদ্র আজাদ, জাবি প্রতিনিধি