চিকিৎসাধীন অবস্থায় যেসব সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গতকাল শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়। ডিলাক্স কেবিন নামে পরিচিত হাসপাতালের কেবিন ব্লকের ছয়তলার ৬১২ নম্বর কেবিনে তাকে রাখা হচ্ছে।

গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি এবং তার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং খালেদা জিয়াকে বিএসএমএমইউ তে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনটির ভেতরে দুটি খাট, টিভি ও অ্যাটাচড বাথরুম অন্যতম। এছাড়া কক্ষের পাশেই রয়েছে এক সেট সোফা। এছাড়া এটির ভেতরে কলিং বেল রয়েছে, যাতে করে রোগী প্রয়োজন হলে নার্স বা অন্য কাউকে ডাকতে পারেন। বিএসএমএমইউর এক কর্মকর্তা জানান- ‘কারাবিধি অনুসারে খালেদা জিয়ার জন্য ডিলাক্স কেবিন নামে পরিচিত ৬১২ নম্বর কেবিন ইস্যু করা হয়েছে। ওই কেবিনে থাকলেও তার জন্য পাশের ৬১১ নম্বর কেবিনটিও বরাদ্দ রাখা হয়েছে। ওই কক্ষে তার সহকারী বা কারা নিরাপত্তারক্ষীরা থাকতে পারবেন।’

বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান- ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন। অধ্যাপক আবদুল জলিল চৌধুরী ও সহযোগী অধ্যাপক বদরুন্নেছা আহমেদ ছাড়াও এই বোর্ডে নতুন করে অধ্যাপক সৈয়দ আতিকুল হক (নিউমটোলিজ), অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জি (কার্ডিওলজি), অধ্যাপক নকুল কুমার দত্তকে (অর্থোপেডিকস) বোর্ডে যুক্ত করা হয়েছে। তবে বেগম খালেদা জিয়া চাইলে মেডিকেল বোর্ডের আজকের সভার পর আরও দুই-তিনজন সদস্য নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা যায়।’

উল্লেখ্য যে, তার চিকিৎসার ব্যাপারে যে বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ড তার চিকিৎসার সব দায়িত্ব পালন করবে।