শুল্কমুক্ত প্রবেশাধিকার হারাতে পারে মিয়ানমারের পণ্য

ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার হারাতে পারে মিয়ানমারের পণ্য। গতকাল বুধবার ইইউ’র তিন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করতে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর তাহলে ইউরোপের বাজারে শুল্ক ছাড়া মিয়ানমারের পণ্য প্রবেশাধিকার হারাতে পারে। এমনকি মিয়ানমারের তৈরী পোষাকসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্যের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইউরোপের প্রতিনিধিত্বকারী বৃহৎ জোট ইইউ।

প্রসঙ্গত, এর আগে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্বিচারে নির্যাতনের অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন।