এবারো ভারতের শ্রেষ্ঠ ধনীর মুকুট পড়লেন মুকেশ আম্বানি

টানা সাতবার ভারতের শ্রেষ্ঠ ধনীর মুকুট পড়লেন ভারতের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। এবারও শীর্ষ ধনীর আসন ধরে রেখেছেন তিনি। বার্কলেস ও হুরুন ইন্ডিয়ার এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

ভারতের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। বর্তমানে যার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৭১ হাজার কোটি রুপিতে। বরাবরের মতো এবারো তাই ভারতে শ্রেষ্ঠ ধনীর খেতাবটা তিনিই কেড়ে নিলেন। ভারতের সেরা ১০ ধনীর তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এসপি হিন্দুজা ও তাঁদের পরিবার। সম্পদের পরিমাণ ১ লাখ ৫৯ হাজার কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছে এল এন মিত্তল ও তাঁর পরিবার। তাঁদের সম্পদের পরিমাণ ১ লাখ ১৪ হাজার ৫০০ কোটি রুপি। এরপর রয়েছেন আজিম প্রেমজি (৯৬ হাজার ১০০ কোটি রুপি), সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংভি (৮৯ হাজার ৭০০ কোটি রুপি), কোটাক মাহিন্দ্র ব্যাংকের উদয় কোটাক (৭৮ হাজার ৬০০ কোটি রুপি), সাইরাস পুনওয়ালা (৭৩ হাজার কোটি রুপি), আদানি গোষ্ঠীর গৌতম আদানি (৭১ হাজার কোটি রুপি), সাইরাস পাহলানজি গোষ্ঠী (৬৯ হাজার ৪০০ কোটি রুপি) এবং শাপুরজি পাহলানজি মিস্ত্রি (৬৯ হাজার ৪০০ কোটি রুপি)।

ওই প্রতিবেদনে আরো জানানো হয়, এ বছর এক হাজার কোটি রুপি সম্পদের মালিকানায় যোগ হয়েছেন ভারতের ২১৪ জন। এখন এক হাজার কোটি রুপির ঘরে রয়েছেন ৮৩১ জন ধনী।