বিরাট খেলছে না, তাতেই এই অবস্থা ঃ ওয়াসিম আকরাম

এশিয়া কাপের জোড়া হারে হতাশ পাকিস্তানের কিংবদন্তী ওয়াসিম আকরাম। পাকিস্তান টিমের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। এই হারের পর পাকিস্তানের উপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ভূত নামবে বলেও মন্তব্য করেন তিনি।

এবারের এশিয়া কাপের চলতি আসরে টিম ইন্ডিয়ার বিপক্ষে যেন দাঁড়াতেই পারছে না পাকিস্তান। প্রথম ম্যাচে ৮ উইকেটে হার আর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হার। এবারের আসরে সুপার ফোরের ম্যাচে রোহিত-ধাওয়ানের জোড়া শতকের সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে বড় জয় পেয়েছে ভারত। যা দেখার পর পাকিস্তানের কিংবদন্তী ওয়াসিম আকরাম বলে- “এই হারের পর পাকিস্তানের উপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ভূত নামবে। বিরাট খেলছে না, তাতেই এই অবস্থা। ও খেললে না জানি কী হাল হত! ভারত সব ডিপার্টমেন্টেই পাকিস্তানের থেকে মাইল এগিয়ে। ৯০-এ ভারতের যা হাল আমরা করতাম, এখন সেই হাল হচ্ছে আমাদের (পাকিস্তানের)।” তিনি আরও বলেন- “১৫ মাসের আগের জয় দিয়ে এখন আর কিছু হবে না। খেলায় হার-জিত থাকে, তবে পাকিস্তান ন্যূনতম লড়াইটাও দিতে পারেনি।”

এশিয়া কাপের জোড়া হারের হতাশায় তিনি এই কথা বলতেও কুণ্ঠাবোধ করেননি যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপ্রত্যাশিত ভাবেই জিতেছে পাকিস্তান। তাছাড়াও পাকিস্তান দল ও তাদের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।