আন্তার্জাতিক পুরস্কারপ্রাপ্ত মেগা সিরিয়াল এবার বাংলাতে

আন্তার্জাতিক পুরস্কারপ্রাপ্ত তুর্কি মেগা সিরিয়াল ‘জান্নাত’ এবার বাংলা টিভি চ্যানেলে দেখা যাবে।দিনক্ষণ চূড়ান্ত না হলেও খুব শীঘ্রই এটিএন বাংলায় প্রচারিত হবে ‘জান্নাত’।

বর্তমান সময়ের একটি নিখাদ পারিবারিক গল্প নিয়ে তৈরি ধারাবাহিক মেগা সিরিয়াল ‘জান্নাত’। এক এতিম মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে। ডেইলি সোপ ‘জান্নাত’ বাংলাদেশে নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্মের পথিকৃৎ প্রতিষ্ঠান ‘বঙ্গ’। ডাবিং করেছে ‘প্ল্যাটফর্ম’। পুরো ডাবিং প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন ‘সুলতান সুলেমান’ খ্যাত দীপক সুমন। আর পরিবেশনা করছে ‘ভি থ্রী কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড’। দর্শকরা কেবল যে ‘জান্নাত’ উপভোগ করতে পারবেন তাই নয়। ডেইলি সোপটির দর্শকদের জন্য থাকছে আরো কিছু আকর্ষণ। শীঘ্রই সে সব আকর্ষণেরও ঘোষণা আসছে।

উল্লেক্ষ্য, প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ধারাবাহিক এই মেগা সিরিয়ালটি প্রচারিত হবে।