শাকিবকে খানকে জিৎ-এর শুভেচ্ছা টুইট
ঢাকাইয়া চলচ্চিত্রের বাদশা শাকিবকে খানকে পশ্চিমবঙ্গের হিরো জিৎ শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। শাকিবের নতুন ছবি ‘নাকাব’ মুক্তি উপলক্ষে এই শুভেচ্ছা জানান জিৎ।
শুক্রবার পশ্চিমবঙ্গের ৮৪টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি। ‘নাকাব’ ছবিটি পরিচালনা করেছেন রাজীব। শ্রী ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজিত এ ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি উপলক্ষে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কলকাতার অভিনেতা জিৎ। শুরুতে ছবির নাম ‘মাস্ক’ থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ‘নাকাব’ রাখা হয়। সাফটা চুক্তিতে বাংলাদেশেও ‘নাকাব’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ছবিতে শাকিবের সহশিল্পী নুসরাত জাহান ও সায়ন্তিকা ছাড়াও আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।