ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের ব্যাপারে আলোচনা করা হবে

আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস’ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রকিবুল রহমান।

‘বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত আজকের সভায় বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন- ‘বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় হচ্ছে সড়কের বিশৃঙ্খলা। প্রধানমন্ত্রী এজন্য যে কমিটি করে দিয়েছেন, সে কমিটি সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে। আগামী সমন্বয় সভায় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের ব্যাপারে আলোচনা করা হবে। আগামী দুই বছরের মধ্যে সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য আমাদের কমিটি কাজ করবে। আমরা এ সময়ের মধ্যে শৃঙ্খলা ফেরাতে পারবো। একটা পরিবারের তিনজন সদস্য অথচ তার ৫টা গাড়ি। এটা নিয়ন্ত্রণ করা যায় কি না সে বিষয়ে কাজ করবো। সমাধানের যাত্রা সঙ্কটের মধ্যেই হয়। এটা সমাধান করতে হবে। সব কাজে জনগণের অংশগ্রহণ প্রয়োজন।’

অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রকিবুল রহমান বলেন- ‘ব্যক্তিগত গাড়ি আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে শহরের দূষণ কমাতে হবে। আমাদের বাস সার্ভিস কম। ভালো বাস সার্ভিস চালু করতে হবে। হাঁটার স্থান ও ভালো গণপরিবহন নিশ্চিত করা গেলে মানুষ ব্যক্তিগত গাড়ি থেকে বিরত থাকবে।’

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।