কয়টি ম্যাচে নিষিদ্ধ হবে রোনালদো জানা যাবে ২৭ সেপ্টেম্বর

কয়টি ম্যাচে ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিষিদ্ধ করা হবে তা জানা যাবে ২৭ সেপ্টেম্বর। যদিও উয়েফার নিয়মানুযায়ী অভিযুক্ত খেলোয়াড় তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। কিন্তু তারপরও পরের ম্যাচে রোনালদোর খেলা অনিশ্চিত।

ক্রিস্টিয়ানো রোনালদো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকেই তাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে নতুন জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে ভ্যালেন্সিয়া ডিফেন্ডার জেইসন মুরিল্লোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে খেলা ১৫৪ টি ম্যাচের মধ্যে এই প্রথম লাল কার্ড দেখলেন পর্তুগীজ তারকা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেই ম্যাচে রোনালদোর অপরাধ মুরিল্লোর মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ানোর তাগাদা দিয়েছিলেন। তবে চুল টেনেছিলেন কিনা তা বোঝা যায়নি। সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে রোনালদোকে লাল কার্ড দেখান মাঠের রেফারি ফেলিক্স ব্রাইখ।

আর সরাসরি লাল কার্ড দেখলে উয়েফার নিয়মানুযায়ী অভিযুক্ত খেলোয়াড় তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। তবে ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে, জুভেন্টাস আপিল করবে। কিন্তু তারপরও পরের ম্যাচে রোনালদোর খেলা অনিশ্চিত। তাই তিনি কয় ম্যাচ নিষিদ্ধ হবেন, তা জানা যাবে ২৭ সেপ্টেম্বর।

উল্লেখ্য, উয়েফার কর্মকর্তারা ওইদিন আলোচনা শেষে বিস্তারিত জানাবেন।