আগামী নির্বাচনে বিরাট দায়িত্ব প্রধানমন্ত্রীকে বিজয়ী করারঃ ড. গওহর রিজভী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, দেশের উন্নতি করতে ও দেশকে এগিয়ে নিতে চাইলে আগামী নির্বাচনে বিরাট দায়িত্ব রয়েছে জনগনের। দেশটাকে যেখানে নিয়ে যেতে চেয়েছি তার বাস্তবায়ন করতে আরেকটা সুযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার।

আদিবাসী-কৃষক অধিকার খ্যাত সাওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলনের বিপ্লবীদের স্মারক ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে আজ বেলা ১২টায় কাহারোল উপজেলার কান্তনগরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফজলে হোসেন বাদশা, উষাতন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল ইসলাম।

এর আগে সকাল ১১ টায় ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রবেশ সড়কের সামনে সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলন বিপ্লেবীদের স্মারক ভাস্কর্যর উদ্বোধন করেন অতিথিরা।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি