‘লাভরাত্রি’ থেকে ‘লাভযাত্রি’, তারপরও বিপাকে সালমান

আয়ুশ শর্মা এবং ওয়ারিনা হুসাইনের ডেবিউ ছবি ‘লাভরাত্রি’ নিয়ে বিপাক বেড়েছে। ছবিটির নাম পরিবর্তন করে ‘লাভযাত্রি’ রাখা হলেও সেই বিপাক কাটেনি৷ ‘হিন্দু আউটফিট’ নামের এক সংগঠন বুধবার গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছে যে ‘লাভযাত্রি’ টাইটেলটিও তাদের কাছে গ্রহণযোগ্য নয়৷ এখনও টাইটেলটির সঙ্গে নবরাত্রির মিল রয়েছে৷

গত বুধবার সালমানসহ আরও সাতজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, মামলা গড়িয়েছে মুজফফরপুর আদালত পর্যন্ত৷ অভিযোগকারী এক আইনজীবী সুধির ওঝা৷ তাঁর অভিযোগ আসন্ন ছবি ‘লাভরাত্রি’ টাইটেলটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে৷

মুজফফরপুরের সাব-ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র রাইয়ের কাছে আবেদন জমা পড়ে৷ তিনি সেই আবেদন বুধবার মঞ্জুর করেন৷ তারপরই মিঠানপুর থানায় সালমান এবং ছবির দুই অভিনেতা আয়ুশ শর্মা (সালমানের ভগ্নিপতি) এবং অভিনেত্রী ওয়ারিনা হুসেনের বিরুদ্ধে এফআইআরটি রেজিস্টার্ড হয়৷ ৬ সেপ্টেম্বর সুধির ওঝা আবেদনটি আদালতে জানিয়ে বলেছিলেন ‘নবরাত্রি’ ছবিতে উৎসবের নামে অশ্লীলতা দেখানো হয়েছে৷

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, ২৯৫, ২৯৮, ১৫৩, ১৫৩(B), ১২০ ধারায় অভিযোগটি দায়ের হয়েছে৷ ছবিটির টিজার মুক্তি পাওয়ার আগেই কন্ট্রোভার্সির মধ্যে পড়েছিলেন সালমান খান৷ বিশ্ব হিন্দু পরিষদ সালমানকে হুমকি দিয়েছিলেন ছবির নামকরণের জন্য৷ তাঁদের মতে নবরাত্রি উৎসবকে অপমান করা হয়েছে৷

ছবির নাম ‘লাভরাত্রি’ দেওয়া উচিত হয়নি৷ এমনকি তাঁরা এও ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি সালমানকে প্রকাশ্যে চড় মারতে পারবে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে৷ আর যে সিনেমার সেটকে নষ্ট করবে তাকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷

এদিকে ছবির টাইটেল একবার বদলানোর পর দ্বিতীয়বার বদলানো হবে কিনা সে বিষয় ছবির নির্মাতারা এখনও কিছু জানাননি৷ সালমান, আয়ুশ এবং ওয়ারিনা কেউই এ বিষয় কোনও মন্তব্য করেননি৷ আগামী ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছবিটির৷