জাবি’তে রাজবাড়ী জেলা সমিতির নতুন কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ৪২তম ব‍্যাচের বিদায় সংবর্ধনা ও ৪৭তম ব‍্যাচের নবীন বরণ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ৪৩তম ব্যাচের শফিকুল ইসলামকে সভাপতি ও রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি করা হয়েছে- ইমরান হোসেন, সোনিয়া বিশ্বাস, এজাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শিহাব হোসেন, মহিদুজ্জামান মুহিত, জাকির হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রমজান আলী, শাওন হাসান, ফারুক আহমেদ। এছাড়া অর্থ সম্পাদক জমশের শেখ ও প্রচার সম্পাদক করা হয়েছে আশিকুল ইসলামকে।

এছাড়াও কার্যকরী সদস্য পদে রাকিবুল ইসলাম, নাসির হোসেন, কৃষ্ণ হালদার, অথৈ, অভি ও সেতুকে রাখা হয়েছে।

এদিকে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান মফিজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছালেকুর রহমান, লুৎফুর রহমান, শরিফুল ইসলাম ও আব্দুল হান্নান খান প্রমুখ।

—–
রুদ্র আজাদ, জাবি প্রতিনিধি